শীঘ্রই আসবে নতুন কেন্দ্রীয় কমিটি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
জুলাই অভ্যুত্থান-প্রসূত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নাম পরিবর্তন করে এখন থেকে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে কার্যক্রম পরিচালনা করবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত সংগঠনটির জাতীয় বার্ষিক সভায় নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত নেতারা নতুন নামের ঘোষণাকে স্বাগত জানিয়ে ‘জাতীয় ছাত্রশক্তি’র নামে স্লোগান দেন।
সভায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য ও জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেমন্তী আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামটি ঘোষণা করেন।
গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করে বাগছাস। তবে ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার পর, আত্মপ্রকাশের আট মাসের মাথায় সংগঠনটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসে।
নতুন নাম ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বৃহস্পতিবার বিকেলে শাহবাগের আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত এক জাতীয় সম্মেলনে।
এ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সংগঠনটির পুনর্গঠন, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গ সংগঠন হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার বলেন, “যেহেতু বাগছাস এবং জাতীয় নাগরিক পার্টি- উভয় সংগঠনই জুলাই অভ্যুত্থানের আদর্শ ও ত্যাগের ভিত্তিতে গড়ে উঠেছে, তাই একই আদর্শে কাজ করার লক্ষ্যেই বাগছাস এখন এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।"
তিনি বলেন, এনসিপির অন্যান্য অঙ্গসংগঠনের নামের সাথে সামঞ্জস্য রেখে আমাদের নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’। শিগগিরই নতুন কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হবে।”
জুলাই অভ্যুত্থান-প্রসূত ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নাম পরিবর্তন করে এখন থেকে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে কার্যক্রম পরিচালনা করবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত সংগঠনটির জাতীয় বার্ষিক সভায় নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত নেতারা নতুন নামের ঘোষণাকে স্বাগত জানিয়ে ‘জাতীয় ছাত্রশক্তি’র নামে স্লোগান দেন।
সভায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য ও জুলাই শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেমন্তী আনুষ্ঠানিকভাবে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামটি ঘোষণা করেন।
গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করে বাগছাস। তবে ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়ার পর, আত্মপ্রকাশের আট মাসের মাথায় সংগঠনটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসে।
নতুন নাম ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বৃহস্পতিবার বিকেলে শাহবাগের আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত এক জাতীয় সম্মেলনে।
এ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল সংগঠনটির পুনর্গঠন, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অঙ্গ সংগঠন হিসেবে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ।
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার বলেন, “যেহেতু বাগছাস এবং জাতীয় নাগরিক পার্টি- উভয় সংগঠনই জুলাই অভ্যুত্থানের আদর্শ ও ত্যাগের ভিত্তিতে গড়ে উঠেছে, তাই একই আদর্শে কাজ করার লক্ষ্যেই বাগছাস এখন এনসিপির অঙ্গ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছে।"
তিনি বলেন, এনসিপির অন্যান্য অঙ্গসংগঠনের নামের সাথে সামঞ্জস্য রেখে আমাদের নতুন নাম রাখা হয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’। শিগগিরই নতুন কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হবে।”
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, তাহলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। তিনি বলেন, মানুষ নিজের জায়গা বদলাতে পারে, কিন্তু প্রতিবেশী বদলাতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে সম্মান করতে চাই এবং একইভাবে প্রতিবেশীর কাছ থেকেও সম্মান প্রত
২ ঘণ্টা আগেভারতীয় আধিপত্যবাদ বিরোধিতার কারণেই অধ্যাপক গোলাম আযম শহীদ হয়েছেন বলে দাবি করেছেন তার মেঝ ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী।
৫ ঘণ্টা আগেটঙ্গী থেকে এক ইমামকে বারবার হুমকি দেওয়া, পরে অপহরণ করে পঞ্চগড়ে নিয়ে গিয়ে হাত-পা শিকল দিয়ে বেঁধে ফেলে রাখার ঘটনা একটি জঘন্য, অমানবিক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক কাজ, যা কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না।
৫ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, যারা দল নিয়ন্ত্রণ করতে পারে না; তারা কখনো দেশ নিয়ন্ত্রণ করতে পারবে না।
৬ ঘণ্টা আগে