নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের যে প্রতিক্রিয়া জানালো সিপিবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ২০: ৪১

যাক অবশেষে জাতীয় নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় পাওয়া গেল। এটা একটা অগ্রগতি বলে মনে হয়। তবে এখানে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। দেশের অধিকাংশ রাজনৈতিক দল এবং আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে যেটা বুঝেছি তাতে তারা এ বছরের মধ্যেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচিত সপ্তাহ দেখতে চায়। আমরাও তাই চাই।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ প্রতিক্রিয়া জানানা।

তিনি বলেন, সরকার তার কার্যকালে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে পারেনি। মব সন্ত্রাস চলছে, দুর্নীতি, দুর্বৃত্তায়ন বন্ধ হয়নি। এ সময় দারিদ্র, বেকারত্ব বেড়েছে। অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে, যাচ্ছে, দেশি-বিদেশি বিনিয়োগ নেই।

প্রিন্স বলেন, জনজীবনের ন্যূনতম আকাঙ্ক্ষা সর্বজনীন রেশন ব্যবস্থা ও জাতীয় ন্যূনতম মজুরি ঘোষিত হয়নি। নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড ও মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ পরিচালিত হচ্ছে। রাখাইনে করিডোর, লাভজনক বন্দরকে বিদেশীদের লিজ দেওয়াসহ বেশ কিছু কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত বলে আমরা মনে করি। এসব ঘটনায় আমাদের দেশের স্বার্থরক্ষিত হবে না বরঞ্চ ও রাজনৈতিক কারণে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী শক্তি এখানে আরও প্রভাব বিস্তারের সুযোগ পাবে।

সব মিলিয়ে আরো অধিক সময় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে জনজীবনের সংকটই ঘনীভূত হবে বলে আমরা মনে করছি।

শুরুতেই বলেছি এ বছরের মধ্যে অর্থাৎ ২০২৫ এর ডিসেম্বর এর মধ্যে মানুষ ভোট দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়। এটাই অধিকাংশ রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের দাবি।

কেন কালক্ষেপণ করে এপ্রিলে নির্বাচনের কথা বলছেন তা আমাদের কাছে বোধগম্য নয়। এ সময় তিনি দেশের সাধারণ মানুষের স্বার্থে কি কি কাজ করতে চান তাও আমাদের কাছে স্পষ্ট নয়।

আমরা আশা করব নির্বাচন কমিশনকে এ বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করার কথা বলা হবে এবং তার আগে অবাধ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবেন। এটা করা সম্ভব বলে আমি মনে করি ।

এটি আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া। এ বিষয়ে আমাদের দলের প্রেসিডিয়াম, বাম গণতান্ত্রিক জোট, ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী অন্যান্য গণতান্ত্রিক শক্তির সাথে কথা বলে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে।

বিষয়:

সিপিবি

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত