আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকায় নির্বাচনি এলাকায় মতবিনিময়ে প্রার্থীরা

মানবিক রাষ্ট্র উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত

স্টাফ রিপোর্টার
মানবিক রাষ্ট্র উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত

রাজধানী ঢাকার বিভিন্ন নির্বাচনি এলাকায় মতবিনিময় সভার মধ্য দিয়ে উন্নয়ন ভাবনা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। রোববার ঢাকা-৪, ৫, ৬, ১০ সহ বিভিন্ন আসনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এ সময় জামায়াত প্রার্থীরা বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে সৎ, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত দলের হাতে দায়িত্ব দিতে হবে। তবেই জনগণের প্রত্যাশিত বৈষম্যহীন, সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব হবে। জামায়াতে ইসলামী জাতিকে বৈষম্যহীন, সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

ঢাকা মহানগরী দক্ষিণের সূত্রাপুর থানার উদ্যোগে ধোলাইখালে ঢাকা-৬ আসনের প্রার্থী হিসেবে নাগরিক উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় করেন দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান। এ সময় তিনি বলেন, চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে। যারা আওয়ামী লীগের ভূমিকা আবির্ভূত হয়ে সারাদেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, লুটপাট, দখলদারিত্বে মেতে উঠেছে তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে বাঁধাগ্রস্ত হয়ে দাঁড়িছে। তরুণ প্রজন্ম এদেরকে নব্য ফ্যাসিবাদ হিসেবে বিবেচনা করে বয়কট করবে।

বুড়িগঙ্গাকে দখলমুক্ত করার অঙ্গিকার করে তিনি বলেন, বুড়িগঙ্গা ঢাকার প্রাণ। বুড়িগঙ্গাকে দখলমুক্ত করে ঢাকার ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।

ঢাকা-৫ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন ৬৪ ওয়ার্ডের বাড়ীওয়ালা, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে নাগরিক উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভা করেন।

ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ৫৪ নং ওয়ার্ডের স্থানীয় বাড়িওয়ালাদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া ঢাকা-১০ আসনের প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন