এনসিপির কমিটিতে হত্যা মামলার আসামি আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ১৯: ০৩
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৯: ২১

কুমিল্লা দাউদকান্দি উপজেলায় একাধিক হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগার দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার কুমিল্লা দাউদকান্দি উপজেলার এনসিপির সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। ঐ কমিটিতে যুগ্ম-সমন্বয়কারী হিসেবে একাধিক হত্যা মামলার আসামি খন্দকার ফারুক ও আওয়ামী লীগ নেতা বিএম জসীমউদ্দীনকে অন্তর্ভুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম-সমন্বয়কারী খন্দকার ফারুক একাধিক হত্যা মামলার আসামি আর বিএম জসীমউদ্দীন দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন আমার দেশকে বলেন, ‘একাধিক হত্যা মামলার আসামি ও যুবলীগ নেতা খন্দকার ফারুক এবং পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিএম জসীম উদ্দিন কীভাবে দাউদকান্দি উপজেলা এনসিপির যুগ্ম-সমন্বয়কারী হলো, তা দাউদকান্দিবাসী জানতে চায়।'

তিনি আরো বলেন, 'এনসিপি কি খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে? ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ পুনর্বাসনের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র রুখে দিতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী পুনর্বাসন করার কোনো সুযোগ দেয়া হবে না।'

জাতীয় নাগরিক পার্টি এনসিপির কুমিল্লা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সদস্য ও এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহান আমার দেশকে বলেন, ‘১৭টি উপজেলা নিয়ে কাজ করছি। দাউদকান্দি উপজেলায় এমন কেউ এসেছে, আমাদের এখনো জানা নেই। আমি বিষয়টি দেখছি।’

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত