আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আসন সমঝোতার পথ খোলা রেখে ১৭০ আসনে প্রার্থী দিল জেএসডি

স্টাফ রিপোর্টার

আসন সমঝোতার পথ খোলা রেখে ১৭০ আসনে প্রার্থী দিল জেএসডি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতার পথ খোলা রেখে ১৭০ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এসময় দলগতভাবে এনির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত জানিয়েছে দলটি।

রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বিজ্ঞাপন

জেএসডির শীর্ষ নেতাদের মাঝে লক্ষ্মীপুর-৪ আসন থেকে নির্বাচন করবেন সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব ও ফেনী-৩ আসন থেকে নির্বাচন করবেন সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সংবাদ সম্মেলনে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেএসডি দলগতভাবে অংশগ্রহণ করবে। আমরা এখন প্রাথমিক তালিকা ঘোষণা করছি। তবে, এটি সংযোজন-বিয়োজনও হতে পারে।

এ সময় আসন সমঝোতার পথ খোলা থাকবে বলে জানান জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব। তিনি বলেন, আসন সমঝোতার জন্য পথ খোলা থাকবে। তবে এর লক্ষ থাকবে রাষ্ট্রীয় পুনর্গঠন ও জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন। আমরা শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের লড়াই করিনি। আমরা সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে নিজেদেরকে সংস্কারমুখী একটি রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

জেএসডি সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য তৌহিদ হোসেন, মো. ইলিয়াস মিয়া, মাইনুর রহমান, সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...