ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার

গাজীপুরের টিঅ্যান্ডটি বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুহিবুল্লাহ মাদানী ২২ অক্টোবর ২০২৫ বুধবার সকালে গাজীপুর থেকে নিখোঁজ হওয়ার পর পঞ্চগড়ে রাস্তার পাশে গাছের সঙ্গে শেকলে বাঁধা ও অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান যৌথ বিবৃতিতে বলেন মাওলানা মুহিবুল্লাহ অপহরণ ঘটনা দেশের আইন-শৃঙ্খলার ভঙ্গুর পরিস্থিতিকেই তুলে ধরছে। একইসাথে সন্ত্রাসী সংগঠন ইসকনের ব্যাপারে সরকারের নীরব ভূমিকা আমাদের হতবাক করছে।
নেতৃত্বয় বলেন, নির্যাতনের শিকার মাওলানা মুহিবুল্লাহ যেখানে সুস্পষ্টভাবে বলেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন 'ইসকন' এর সদস্যরাই সরাসরি এই অপহরণ ও নির্যাতনের সঙ্গে জড়িত এবং সন্ত্রাসীরা চিঠিতে তাকে হত্যার হুমকি দিয়েছিল, তার স্ত্রী ও কন্যা-সন্তানকে ধর্ষণ ও পরিবারের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ হুমকিও প্রদান করেছিল। এত তথ্য থাকার পরেও দোষীরা এখনো কেন ধরা-ছোঁয়ার বাইরে?
তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ‘ইসকন’ সদস্য ও সংশ্লিষ্ট সকল অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশের আলেম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপহরণকারীদের দ্রুত সময়ে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরণের অঘটন পুনরায় সংঘটিত না হয় সে লক্ষ্যে দায়িত্বশীল কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ দেশের সচেতন সব মহল থেকে বারবার সন্ত্রাসী সংগঠন ইসকন-কে নিষিদ্ধ করার দাবি জানানো হলেও অদৃশ্য কারণে অতীতের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ন্যায় অন্তর্বর্তীকালীন সরকারও বিষয়টি নিয়ে উদাসীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীন আচরণের কারণেই সন্ত্রাসী গোষ্ঠী এই দুঃসাহস পেয়েছে। অনতিবিলম্বে প্রকাশ্য সন্ত্রাসী সংগঠন ইসকন কে নিষিদ্ধ না করলে দেশের মানুষের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের ছাত্র-জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ কঠোর আন্দোলনে গড়ে তুলতে বাধ্য হবে।

গাজীপুরের টিঅ্যান্ডটি বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুহিবুল্লাহ মাদানী ২২ অক্টোবর ২০২৫ বুধবার সকালে গাজীপুর থেকে নিখোঁজ হওয়ার পর পঞ্চগড়ে রাস্তার পাশে গাছের সঙ্গে শেকলে বাঁধা ও অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান যৌথ বিবৃতিতে বলেন মাওলানা মুহিবুল্লাহ অপহরণ ঘটনা দেশের আইন-শৃঙ্খলার ভঙ্গুর পরিস্থিতিকেই তুলে ধরছে। একইসাথে সন্ত্রাসী সংগঠন ইসকনের ব্যাপারে সরকারের নীরব ভূমিকা আমাদের হতবাক করছে।
নেতৃত্বয় বলেন, নির্যাতনের শিকার মাওলানা মুহিবুল্লাহ যেখানে সুস্পষ্টভাবে বলেছেন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন 'ইসকন' এর সদস্যরাই সরাসরি এই অপহরণ ও নির্যাতনের সঙ্গে জড়িত এবং সন্ত্রাসীরা চিঠিতে তাকে হত্যার হুমকি দিয়েছিল, তার স্ত্রী ও কন্যা-সন্তানকে ধর্ষণ ও পরিবারের বাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয়াবহ হুমকিও প্রদান করেছিল। এত তথ্য থাকার পরেও দোষীরা এখনো কেন ধরা-ছোঁয়ার বাইরে?
তারা বলেন, ঘটনার সঙ্গে জড়িত ‘ইসকন’ সদস্য ও সংশ্লিষ্ট সকল অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশের আলেম, খতিব ও ধর্মীয় ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপহরণকারীদের দ্রুত সময়ে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে যাতে এই ধরণের অঘটন পুনরায় সংঘটিত না হয় সে লক্ষ্যে দায়িত্বশীল কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ দেশের সচেতন সব মহল থেকে বারবার সন্ত্রাসী সংগঠন ইসকন-কে নিষিদ্ধ করার দাবি জানানো হলেও অদৃশ্য কারণে অতীতের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ন্যায় অন্তর্বর্তীকালীন সরকারও বিষয়টি নিয়ে উদাসীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্তর্বর্তীকালীন সরকারের উদাসীন আচরণের কারণেই সন্ত্রাসী গোষ্ঠী এই দুঃসাহস পেয়েছে। অনতিবিলম্বে প্রকাশ্য সন্ত্রাসী সংগঠন ইসকন কে নিষিদ্ধ না করলে দেশের মানুষের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বস্তরের ছাত্র-জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ কঠোর আন্দোলনে গড়ে তুলতে বাধ্য হবে।

আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ঘোষিত ৩১ দফায় খুব পরিষ্কার করে বলেছেন যে, আমরা একটি রেইনবো নেশন তৈরি করব। অর্থাৎ যে নেশনে সব সম্প্রদায়গুলো অন্তর্ভুক্ত হয়ে তারা তাদের অবদান রাখতে সক্ষম হবে।” তিনি আরও বলেন, “আগামীতে বিএনপির সরকারে আসলে অবশ্যই অত্যন্ত ....
১০ মিনিট আগে
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত কেবল রাজনৈতিক দল নয়, একটি মানবিক সংগঠন। মানবিক সংগঠন ব্যতীত মানবিক বাংলাদেশ গঠন করা যাবে না।
২৮ মিনিট আগে
নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা আগেই জানিয়েছিলেন আসিফ মাহমুদ। তবে কোনো দলের প্রার্থী হবেন না কি স্বতন্ত্র পদে দাঁড়াবেন, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলে একটি গণমাধ্যমকে জানিয়েছিলেন তিনি।
১ ঘণ্টা আগে