বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয়: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৮: ৪৯
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১৯: ৪৯

বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এই মন্তব্য করেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছেন না, সেটা তাদের দলের ব্যাপার।

বিজ্ঞাপন

ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক এটাই প্রত্যাশা।

এর আগে গত ১৩ আগস্ট চোখের অপারেশন পরবর্তী ফলোআপের জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন এই দম্পতি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত