গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কর্মসূচি দিল এনসিপি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৬: ৪৪
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১৭: ৫৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল করবে দলটি।

বুধবার রাতে এ মশাল মিছিল অনুষ্ঠিত হবে। বিকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদীন শিশির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জয়নাল আবদীন শিশির বলেন, আজ রাত ৮টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে মশাল মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এদিকে এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপি নেতারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত