আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কর্মসূচি দিল এনসিপি

আমার দেশ অনলাইন
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে কর্মসূচি দিল এনসিপি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল করবে দলটি।

বুধবার রাতে এ মশাল মিছিল অনুষ্ঠিত হবে। বিকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবদীন শিশির বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জয়নাল আবদীন শিশির বলেন, আজ রাত ৮টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে মশাল মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এদিকে এনসিপির সমাবেশ ঘিরে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোপালগঞ্জ। এরই মধ্যে জেলা সার্কিট হাউজে আশ্রয় নিয়েছেন নাহিদ, হাসনাত, সারজিসসহ এনসিপি নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন