ঢাবি ও জাবির ছাত্র সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে: ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২: ১৮
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩৭
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণের পরে ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই প্রশ্ন তোলেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে এটি নিয়ে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার যে জাকসু নির্বাচন হয়েছে শুধু ছাত্র দলের কথা কেনো বলেন সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোন না কোন কারণ আছে।

তিনি বলেন, কাজেই আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট। দেশের মানুষ ২০০৯ সালে ভোট দিতে পারে নাই। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে ও ২৪ সালে আমি-ডামি নির্বাচন হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়। যারা এ সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোন নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে।

ডাকসু নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক তরিকুল ইসলাম এবং জাকসুতে নির্বাচনের দায়িত্ব পালনকালে শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে শোক প্রকাশ করে ডা: জাহিদ।

জাহিদ হোসেন বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কোন বিভেদ-বিভাজন আপনাকে ও আমাকে শক্তিশালী করবে না। মনে রাখতে হবে ঐক্যবদ্ধভাবে থাকলে স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না।

তিনি বলেন, কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না।

তিনি বলেন, ‘‘ এখনো সময় আছে… সবার প্রতি আহ্বান আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ হন। গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন তারা কোন অবস্থাতেই বিভাজনের রাজনীতিতে যাবেন না। ঐক্যের রাজনীতিতে আসুন। জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করুন। জনগণের উপর দায়িত্ব দিন।”

তিনি বলেন, আজকেও যারা দেশের গণতন্ত্রকে পিছিয়ে ও গণতন্ত্রকে প্রলম্বিত করার অপচেষ্টা করছে এবং বিদেশে বসে তাদের হীন চেষ্টা জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিইএব) এর আহ্বায়ক মো. হানিফ ও সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেলা ১১টার দিকে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যান এবং পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। পরে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা সমাধির সামনে মুষ্টিবদ্ধ হাত তুলে শপথবাক্য পাঠ করেন।

গত ৩ সেপ্টেম্বর প্রকৌশলী মো. হানিফের নেতৃত্বে ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত