আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এনসিপিকে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল

আমার দেশ অনলাইন
এনসিপিকে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে জাতীয় শহীদ মিনারে পূর্বোঘোষিত ছাত্র সমাবেশের স্থান পরিবর্তন করলো ছাত্রদল।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যায়লে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বিজ্ঞাপন

রাকিব বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশের ঘোষণা দিয়েছিল ছাত্রদল। পরবর্তীতে এইদিনে একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পরে এনসিপির পক্ষে থেকে ছাত্রদল ও বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে সমাবেশ স্থান পরিবর্তনের অনুরোধ জানান। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন