ধানমন্ডি ৩২ নম্বরে মেজর ডালিমের সেই ভাষণ প্রচার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৯: ৫৬
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০১: ১৬

শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির সামনে মেজর (অবসরপ্রাপ্ত) শরীফুল হক ডালিমের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হচ্ছে।

শুক্রবার মুজিবের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ ভাষণ প্রচার করা হয়।

বিজ্ঞাপন

মেজর ডালিমের ভাষণে শোনা যায়—‘আমি মেজর ডালিম বলছি, খন্দকার মোশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনী-দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন থেকে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ!’

ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে শেখ মুজিবুর রহমান সপরিবার ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাসদস্যের হাতে খুন হন।

এদিকে ৪০০ টাকায় ফুল কিনে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হন রিকশাচালক। এদিন দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে।

ফুলের তোড়া নিয়ে মুজিবের প্রতি শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত জনতার ক্ষোভের মুখে পড়েন ওই রিকশাচালক। তাকে দেখেই আওয়ামী লীগ আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকে লোকজন। তাদের মধ্যে উপস্থিত এক ব্যক্তি ওই রিকশা চালকের হাত থেকে ফুলের তোড়া টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত