মেজর ডালিমের সাক্ষাৎকার
১৫ আগস্টের ঘটনা কেন অনিবার্য ছিল-শেখ হাসিনা তা প্রমাণ করে গেছেন। তিনি বলেন, দেশকে আওয়ামী লুটপাট, বাকশাল ও ভারতীয় বলয় থেকে মুক্ত করতেই সেদিন সেনাপরিষদের উদ্যোগে ১৫ আগস্ট ঘটানো হয়েছিল। ঢাকার ক্যান্টনমেন্টে মেজর মহিউদ্দিনের ইউনিট থেকে এর সূচনা হয়।
মেজর ডালিমের লেখা বই ‘আমি মেজর ডালিম বলছি’ (যা শেখ হাসিনার আমলে নিষিদ্ধ ছিল) এবং এই দীর্ঘ সাক্ষাৎকার বাংলাদেশের ইতিহাসকে নতুন করে আবিষ্কার করার ক্ষেত্র ও সুযোগ তৈরি করবে নিঃসন্দেহে।