যে ৩ আসনের একটিতে নির্বাচন করতে পারেন মামুনুল হক

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ২১: ৪৫

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচনি প্রস্তুতি নিতে শুরু করেছে রাজনৈতিক দলগুলো। বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বেশ কয়েকটি দল তাদের প্রার্থীদের মনোনয়নও দিয়েছে। প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক আগামীতে নির্বাচন করবেন কিনা অথবা করলে কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন সে প্রসঙ্গে আমার দেশ অনলাইনকে তিনি বলেন, ‘নির্বাচন করব কিংবা ৩ আসনে নির্বাচন করব- বিষয়টা এমন না। যদি পরিস্থিতি অনুযায়ী দলের পক্ষ থেকে নির্বাচনের সিদ্ধান্ত হয়, সেক্ষেত্রে সম্ভাব্য তিনটি আসন আছে, এর মধ্য থেকে যেকোনো একটিতে নির্বাচন করব ইনশাল্লাহ।’

বিজ্ঞাপন

জানা গেছে, প্রথমত, তার বর্তমান কর্মস্থল ঢাকার মোহাম্মদপুর থেকেই নির্বাচন করাটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। এছাড়া আরো দুটি আসনের কথা ভাবছেন তিনি। সে দুটো হলো তার জন্মস্থান লালবাগ এবং বাগেরহাট-১ আসন। বাগেরহাটের ঐ আসনে তার নানার বাড়ি। যেখানে তার পারিবারিক কিছু ঐতিহ্য রয়েছে। তার বাবার সেখানে অবদান ও কার্যক্রম রয়েছে। তার নানার যেখানে রাজনৈতিক অতীত ও ইতিহাস রয়েছে।

এদিকে মোহাম্মদপুরে (ঢাকা-১৩ আসন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী হচ্ছেন, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য প্রার্থী মোবারক হোসাইন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত