আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্ররাই পারে জাতির বিপদে অগ্রণী ভূমিকা রাখতে: ফখরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

ছাত্ররাই পারে জাতির বিপদে অগ্রণী ভূমিকা রাখতে: ফখরুল ইসলাম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম বলেছেন, ছাত্ররাই জাতির ভবিষ্যৎ- এটা তারা দেখিয়ে দিয়েছে জুলাই আগস্ট বিপ্লবে জালেম স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করে দেশকে মুক্ত করার মাধ্যমে। তিনি বলেন, ছাত্ররাই পারে জাতির বিপদে অগ্রণী ভূমিকা রাখতে। তারাই পারে জাতির বিপদে আলোর পথ দেখাতে। জাতিকে বিপদ থেকে উদ্ধার করতে। ভবিষ্যতে ইসলামের প্রয়োজনে ছাত্ররাই সামনে এগিয়ে আসবে ইনশাআল্লাহ।

শুক্রবার সকালে রাজধানীতে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আবু দারদার সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক মাওলানা আমির হামজা, ছাত্র আন্দোলনের সহ সভাপতি হাফেজ হাবিবুর রহমান, হাফেজ আব্দুর রহিম, হাফেজ আব্দুল বাসেত, যুগ্ম সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহিব্বুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ আব্দুল হালীম ও হাফেজ রাফিউল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বৈঠকে আগামী তিন মাসের মধ্যে সারাদেশে খেলাফত ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা; এ সপ্তাহের মধ্যে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণ কমিটি গঠন করা; মাহে রমজানে ইফতার ও সেহরি মাহফিল করা এবং রমজানে ২ টি শিক্ষা সেমিনার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন