আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মির্জা ফখরুলের প্রত্যাশা

ড. ইউনূস-তারেক বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে

ঢাবি সংবাদদাতা

ড. ইউনূস-তারেক বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের মধ্যে বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দলের যেকোন সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার দিয়েছে স্থায়ী কমিটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার, জনগণের ভোটে ক্ষমতায় যেতে চাই।

তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের দাওয়াত দেয়া হয়েছে। লন্ডন সময় শুক্রবার (১৩ জুন) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক হবে। এ বৈঠককে আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠকটি একটি বড় ইভেন্ট বলে মনে কনি। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে এ বৈঠকের গুরুত্ব অনেক বেশি। বৈঠকটি হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে। রাজনৈতিক সংকট সমাধানে এই বৈঠক বিরাট সম্ভাবনার সৃষ্টি হয়েছে; নতুন দিগন্তের সূচনা হতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...