আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গুলশানের বাসভবনে তারেক রহমান, স্বাগত নেতাকর্মীদের

স্টাফ রিপোর্টার

গুলশানের বাসভবনে তারেক রহমান, স্বাগত নেতাকর্মীদের

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানের বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার রাত ৮টা ২৩ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে তার গাড়ি বহর এসে পৌঁছায়। এ সময় গুলশান ২ নম্বর থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির নেতাকর্মীরা।

লন্ডনে দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে বৃহস্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। তারপর গাড়ি বহর নিয়ে ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনাস্থলে যান তিনি। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান। এরপর গুলশানের বাসভবনে আসেন তিনি। বিমানবন্দর থেকে পথে পথে তাকে স্বাগত জানান বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিজ্ঞাপন

এদিন সকাল থেকে তারেক রহমানের গুলশানের সামনের সড়কের পাশে অবস্থান নিয়ে তাকে স্বাগত জানাতে অপেক্ষা করেন বিএনপি নেতাকর্মীরা। থেমে থেমে তারা 'তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে', তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম', 'তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে'সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে।

এদিকে, তারেক রহমানের বাসভবনে সামনে সড়ক এদিন সকাল থেকে বন্ধ করে দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে দুপুর ১টার দিকে তারেক রহমানের সঙ্গে লন্ডন থেকে ঢাকায় আসা তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের বাসভবনে আসেন। পরে তারেক রহমান পরিবারের লাগেজ ও মালামালও আনা হয় বাসভবেনে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন