সরকারকে হুমকি না দিতে তারেক রহমানের আহ্বান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৮: ৪৫
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৮: ৪৯

অন্তর্বর্তী সরকারকে হুমকি না দিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিন এ আহ্বান জানান।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, ভবিষ্যতে যেন আর কেউ দেশ ও জনগণের অধিকার হরণ করতে না পারে। দেশকে যেন কেউ আর তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এটিই হোক আমাদের ৭ নভেম্বরের অঙ্গীকার। এ অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।

তিনি বলেন, জাতীয় ঐক্যকে যদি সমুন্নত রাখতে চাই আমরা তাহলে আমাদের ৭ নভেম্বরের মতো সিপাহি-জনতার বিপ্লবী চেতনা মনে-প্রাণে ধারণ করতে হবে। প্রতিটি বিপ্লবের একটাই আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা ছিল মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত