আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

আমার দেশ অনলাইন

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

আসন্ন জাতীয় নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে বিএনপির প্রতিনিধিদল। আজ রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তারা যমুনায় পৌঁছান।

রোববার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিএনপির সঙ্গে বৈঠকটি নির্ধারিত ছিলো বিকেল তিনটায়। ওই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিট্উিশন মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ জানান।

এ প্রেক্ষিতে বিএনপির বৈঠকের সময়সূচি পুনঃনির্ধারণ করে সন্ধ্যা সাড়ে সাতটায় করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন