আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আর কত জীবন দেবে এদেশের মানুষ? প্রশ্ন নজরুল ইসলাম খানের

স্টাফ রিপোর্টার

আর কত জীবন দেবে এদেশের মানুষ? প্রশ্ন নজরুল ইসলাম খানের
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের মানুষ ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন শাসন, গণঅভ্যুত্থান , ৭১ এর মহা মুক্তিযুদ্ধ , ৯০ এর ছাত্র আন্দোলন এবং ২৪ এর জুলাই-আগস্টসহ বিভিন্ন আন্দোলনে অনেক জীবন দিয়েছি। এতো জীবন দেয়ার পর এখনও অসংগতি নিয়ে আলোচনা হয়, এটা কেন হবে?

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটি ( ডিআরইউ) তে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ কতটুকু সুরক্ষা দেয়?’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে আয়োজন করেছে নাগরিক ঐক্য।

আক্ষেপ করে তিনি বলেন , আর কত জীবন দিবে ও লড়াই করবে এদেশের মানুষ। মানুষ প্রাইমারি থেকে হাই স্কুলে উঠে, হাই স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায়, আস্তে আস্তে মানুষ উন্নত হয়। আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয়। আর আমরা বারবার যেন সাপ-লুডুর মত অনেকদূর আগে যাই আবার সাপে কেটে নিচে চলে আসি, আবার আগানোর চেষ্টা করি, এটা গ্রহণযোগ্য নয়।

নজরুল ইসলাম বলেন, আমাদের দেশে শ্রম আইনে আছে, প্রত্যেক শ্রমিককে নিয়োগ পত্র দিতে হবে, কিন্তু যত শ্রমিক আছে তার ২০-২৫ শতাংশ শ্রমিক নিয়োগ পত্র পায় না। তাদের গ্রাচুইটিসহ সুবিধা দেয়া হয় না, যা শ্রম আইনে লেখা আছে।

তিনি বলেন, আমাদের দেশের নারী, শিশু, যুবক, শ্রমিক সবার জন্য আইন আছে। কিন্তু তারা কি আইনের বিষয়ে কিছু জানেন, বোঝেন, বা সুফল ভোগ করতে পারেন? প্রত্যেক রাজনীতির দলের যারা প্রতিনিধিত্ব করেন তাদের উচিত সবাইকে আইন বুঝিয়ে দেয়া, আইনের সুফল বোঝানো। আর যদি তা না করা হয়, সাধারণ মানুষ সেই তিমিরেই থেকে যাবে।

বিএনপির এই নেতা বলেন, যারা আইন প্রয়োগের দায়িত্বে তারা যদি আইন প্রয়োগে কোন ভুল করে, ইচ্ছাকৃত ভুল এবং তারা যদি অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায়, তাদের শাস্তির বিধান কোথায়?।

নজরুল ইসলাম খান বলেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ব্যাপারে সুরক্ষা আইন আছে, এসব আইন যারা কার্যকর করবে, তারাই ক্ষমতার অধিকারী হবে রাষ্ট্রের মাধ্যমে, তাদের প্রত্যেককেই দায়বদ্ধ এবং জবাবদিহিতার আওতায় রাখতে হবে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন