‘জুলাই ঘোষণাপত্র’ রাষ্ট্র বিনির্মাণের সম্ভাব্য সূচনা: আ স ম রব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৯: ৩৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কর্তৃক গতকাল ঘোষিত ‘জুলাই ঘোষণাপত্র’-কে স্বাগত জানিয়ে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

বিজ্ঞাপন

বুধবার জেএসডির গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতি এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা এই ঘোষণাপত্রকে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের সম্ভাব্য সূচনা হিসেবে দেখি। শুধুমাত্র দুঃশাসনের উৎখাত নয়, ঔপনিবেশিক কাঠামো পরিবর্তনের মধ্য দিয়েই রাষ্ট্রকে অগ্রসর হতে হবে। ঘোষণাপত্রে অতীতের ব্যর্থতার সাথে ভবিষ্যতের রাষ্ট্রকাঠামোর দিকনির্দেশনায় শুধুমাত্র দলভিত্তিক ক্ষমতা নয় - শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, নারী, প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণভিত্তিক প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। এটাই ঔপনিবেশিক কাঠামোর বিপরীতে জুলাই গণঅভ্যুত্থানের অভিপ্রায় অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক কাঠামো।

বিবৃতিতে আরো বলা হয়, গণতন্ত্রকে কেবল নির্বাচন ও সংসদের ভোটাধিকারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজে ও রাষ্ট্রের প্রতিটি স্তরে বহুমাত্রিক অংশগ্রহণের মাধ্যমে কার্যকর ও অর্থবহ করতে হবে। অতীতমুখী ও দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির পরিবর্তে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে ঘোষণাপত্রে ব্যক্ত আকাঙ্ক্ষাকে জাতীয় সনদে রূপ দিতে হবে। এখন সময় রাষ্ট্র পুনর্গঠনের, তাই “জাতীয় সনদ” এর মাধ্যমেই জুলাই ঘোষণাপত্রের সীমাবদ্ধতাকে অতিক্রম করে কাঠামোগত রূপান্তরের সূচনা করতে হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত