জেএসডি-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর জাতীয় সরকার গঠন করবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচন চাই এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচন ঘোষণার কথা বলেছেন, আমরা সেই ঘোষণার সঙ্গে একমত। আমরা সেই নির্বাচনে অংশ নিতে চাই।
কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, একটি মহল এখন সেই নির্বাচন বানচাল করতে এবং বিলম্বিত করতে সক্রিয় হয়েছে। তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি করার চেষ্টা করছে।
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা আগেই বলেছি, নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন দুটি ব্যালট থাকবে -একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।
সুতরাং এই বিষয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। যারা এই বিষয় নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং রাস্তায় নেমে গোলমাল করছেন, তাদের প্রতি অনুরোধ দয়া করে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। অতীতে অনেক করেছেন, এবার তা থেকে বিরত থাকুন।
এছাড়াও তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক এটাই আমরা সকলে চাই। জনগণের সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি সেদিকে আমাদের যাওয়া দরকার, যেতে হবে। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে যাদের সঙ্গে আমরা দীর্ঘ ১৫ বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই।
খুব পরিষ্কার কথা আমরা বলেছি যে আমরা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চাই। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আসুন আমরা একসাথে এ নির্বাচনকে উপলক্ষ করে সামনের দিকে এগিয়ে যাই এবং নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুষ্ঠভাবে করে আমাদের জনগণের পার্লামেন্টে জনগণের একটা সরকার গঠন করি।
জেএসডি সিনিয়র সহ সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর, সাইফুল হক প্রমুখ।

ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার পর জাতীয় সরকার গঠন করবো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা নির্বাচন চাই এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচন ঘোষণার কথা বলেছেন, আমরা সেই ঘোষণার সঙ্গে একমত। আমরা সেই নির্বাচনে অংশ নিতে চাই।
কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, একটি মহল এখন সেই নির্বাচন বানচাল করতে এবং বিলম্বিত করতে সক্রিয় হয়েছে। তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণের মধ্যে সন্দেহ তৈরি করার চেষ্টা করছে।
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা আগেই বলেছি, নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন দুটি ব্যালট থাকবে -একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবং অন্যটি গণভোটের জন্য।
সুতরাং এই বিষয়ে কারও দ্বিমত থাকার কথা নয়। যারা এই বিষয় নিয়ে অযথা বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং রাস্তায় নেমে গোলমাল করছেন, তাদের প্রতি অনুরোধ দয়া করে জনগণকে আর বিভ্রান্ত করবেন না। অতীতে অনেক করেছেন, এবার তা থেকে বিরত থাকুন।
এছাড়াও তিনি বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের মতামত প্রতিষ্ঠিত হোক এটাই আমরা সকলে চাই। জনগণের সরকার গঠিত হোক এবং এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারি সেদিকে আমাদের যাওয়া দরকার, যেতে হবে। আমরা অবশ্যই আমাদের মিত্রদেরকে নিয়ে যাদের সঙ্গে আমরা দীর্ঘ ১৫ বছর লড়াই করেছি, একসাথে কাজ করেছি, তাদেরকে সঙ্গে নিয়েই আমরা সরকার গঠন করতে চাই।
খুব পরিষ্কার কথা আমরা বলেছি যে আমরা নির্বাচনের পর জাতীয় সরকার গঠন করতে চাই। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার। আসুন আমরা একসাথে এ নির্বাচনকে উপলক্ষ করে সামনের দিকে এগিয়ে যাই এবং নির্বাচনকে অত্যন্ত সুন্দর সুষ্ঠভাবে করে আমাদের জনগণের পার্লামেন্টে জনগণের একটা সরকার গঠন করি।
জেএসডি সিনিয়র সহ সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর, সাইফুল হক প্রমুখ।


শোভাযাত্রায় কয়েক হাজার মোটরসাইকেল, প্রাইভেট কার ও পিকআপ ভ্যান অংশ নেয়। রাস্তার মোড়ে মোড়ে উৎসুক জনতা ভিড় করেন এবং তারা হাত নেড়ে ও স্লোগান দিয়ে শোভাযাত্রাকে উষ্ণ অভ্যর্থনা জানান। ঢাকা-১৩ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের কর্মী সমর্থক ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, জাতীয় নির্বাচন বাতিলের ষড়যন্ত্র রুখে দিতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত চার মূলনীতি সমুন্নত রাখতে হবে।
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ড. আজহারুল ইসলাম, অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “যুবদল যে উদ্যম নিয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করেছে, তা একটি ইতিবাচক নতুন জাতি গঠনের কার্যক্রম। আজকের শিশুরাই আগামী দিনের নাগরিক। তাদের সৃজনশীল চিন্তা, যুক্তি ও অনুধাবনে
৪ ঘণ্টা আগে
জুলাই সনদ স্বাক্ষরের পর সংশোধনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
৪ ঘণ্টা আগে