আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সব ষড়যন্ত্র ব্যর্থ করে যথাসময়ে নির্বাচন হবে: ফখরুল

স্টাফ রিপোর্টার
সব ষড়যন্ত্র ব্যর্থ করে যথাসময়ে নির্বাচন হবে: ফখরুল
ছবি: আমার দেশ

সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকল চক্রান্তকে ব্যর্থ করে এদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।

বিজ্ঞাপন

রোববার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি) ও বিএনপির সকল নেতাকর্মীদের পক্ষ থেকে আজকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা এই শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথে, সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

বিএনপির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন