লেবার পার্টির সাথে ৮ রাজনৈতিক দলের মতবিনিময়

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ার আহ্বান

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২২: ০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা ও অর্থবহ পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে ৮টি রাজনৈতিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধায় নয়াপল্টন কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।

বিজ্ঞাপন

সভায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনকে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ফ্যাসিবাদের পতন ও ইনসাফভিত্তিক নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐক্য গঠনের লক্ষ্য লেবার পার্টিকে ইতিবাচক উদ্যোগ নেয়ার আহবান জানান।

সভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে বৈষম্য, দমননীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের জাগরণের প্রতীক। এই চেতনা আজও প্রাসঙ্গিক, কারণ জনগণ এখন পরিবর্তন চায়, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায়।

সভাপতির বক্তব্যে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা এমন একটি ঐক্য চাই, যা ক্ষমতার জন্য নয় বরং জনগণের মুক্তি ও রাষ্ট্র মেরামতের জন্য। ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ইনসাফ ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিতে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, অর্থ–অস্ত্র–পেশিশক্তিমুক্ত নির্বাচন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যুগপৎ কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

সভায় ফেডারেল ডেমোক্রেটিক পার্টির প্রফেসর এ আর খান, বাংলাদেশ জাস্টিস পার্টির আবুল কাসেম মজুমদার, বাংলাদেশ পিপলস পার্টির মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জনতা ফ্রন্টের মোঃ আবু আহাদ আল মামুন, নতুনধারা জনতার পার্টির আবদুল আহাদ নুর, বাংলাদেশ মুসলিম লীগের মোঃ আবদুল আলীম, সবুজ বাংলা পার্টির মো. শাহ আলম তাহের, জাতীয় শক্তির অধ্যাপক শরিফুল ইসলাম, বিএলডিপির এস এম আমানুল্লাহ, বাংলাদেশ লেবার পার্টির খন্দকার মিরাজুল ইসলাম ও মো. মিরাজ খান বক্তব্য রাখেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত