সাংবাদিকদের আবদুল মোনায়েম মুন্না

ডাকসু-জাকসুতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তারা শেখ হাসিনাকেও ছাড়িয়েছে

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫: ৫৮

যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, আমরা মনে করি ভিসি ও প্রক্টর জামায়াতিকরণের মাধ্যমে ডাকসু নির্বাচনকে কলুষিত করেছেন। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এ নির্বাচনের দিকে তাকিয়েছিল দেশের মানুষ। ব্যাপক কারচুপির মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তারা শেখ হাসিনাকেও ছাড়িয়ে গেছে।

গতকাল শুক্রবার কিশোরগঞ্জে জেলা যুবদলের আয়োজনে নরসুন্দা নদী (বড়বাজার-সংলগ্ন অংশ) পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

যুবদল নেতা আরো বলেন, ডাকসু নির্বাচনে ভোট কারচুপির বিষয়ে প্রত্যেকটি প্যানেল বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এনসিপি, স্বতন্ত্র প্যানেল উমামা যেখান থেকে দাঁড়িয়েছে প্রত্যেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। জাকসু নির্বাচনেও একই কাজ করার চেষ্টা করা হয়। ছাত্রদল ভোট বর্জন করেছে। দুটি নির্বাচনে কোনোরকম বিশৃঙ্খলার মধ্যে যায়নি তারা।

আমরা জনগণকে নিয়ে এগিয়ে যেতে চাই। জাতীয় নির্বাচনেও জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ও বিএনপির নেতাকর্মীরা সঠিকভাবে রাজপথে থেকে ভোটকেন্দ্র পাহারা দিয়ে মনিটরিং করতে পারলে ইনশাআল্লাহ জনগণের বিপক্ষে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা পার পাবে না, তবে তারা চেষ্টা করবে।

নরসুন্দা নদী নিয়ে তিনি বলেন, এক সময়ের খরস্রোতা নদীটি এখন মৃতপ্রায়। পানি প্রবাহের বিভিন্ন জায়গা বন্ধ হয়ে নালার মতো করে পানি যাচ্ছে। নরসুন্দা নদীর যে অংশ পানিপ্রবাহ বন্ধ (বড় বাজার শামসুদ্দিন ভূইয়া ব্রিজের নিচ) একে আমরা উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা নিয়েছি।

দেশব্যাপী যুবদলের কার্যক্রম নিয়ে তিনি বলেন, আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে সমাজের যেসব জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, সেখানে কাজ করার চেষ্টা করছি। খালখনন কর্মসূচি আমাদের বিএনপির প্রধান কর্মসূচি। আমরা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে উন্নত করার জন্য যা যা করার তা করবে।

এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান, কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত