
স্টাফ রিপোর্টার

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক ও ক্যাশিয়ার হারিচুর রহমান সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তিন মামলা রয়েছে। তিনি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
রাজধানীর বেইলি রোড এলাকা থেকে মঙ্গলবার ভোরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সোহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা তিনটি মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রমিক লীগ নেতা সোহান তার বোনজামাই দুর্নীতিবাজ সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ছিলেন। একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে আছাদুজ্জামান মিয়াও বর্তমানে কারাগারে বন্দি।
আছাদুজ্জামান ও তার পরিবারের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে তদন্ত করছে দুদক। এরইমধ্যে তাদের পরিবারের ১০ সদস্যের সকল ব্যাংক হিসাবসহ যাবতীয় লেনদেনের তথ্য অনুসন্ধান করেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
সোহানের যত অবৈধ সম্পদ:
আছাদুজ্জামান মিয়ার শ্যালক সোহানের নামে রাজধানীর অভিজাত বেইলি রোড, শাহজাহানপুরে ফ্ল্যাট রয়েছে। বনশ্রী ও আফতাবনগরে একাধিক প্লট রয়েছে। এর মধ্যে বনশ্রীর একটি প্লটে বাড়ির নির্মাণকাজও চলছে।
হারিচুর রহমান সোহান মৌমিতা পরিবহন লিমিটেড, মধুমতি পরিবহন লিমিটেড নামে দুটি কোম্পানির পরিচালক। এছাড়াও ঢাকার নিউমার্কেটে পিওর গোল্ড লিমিটেড নামে স্বর্ণের দোকানের ভাইস চেয়ারম্যান তিনি।
২০২৪ সালের ১৫ মে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে ৩ কোটি টাকা দিয়ে ৪৩ শতাংশ জমি কেনেন সোহান। তবে স্থানীয়রা জানে আছাদুজ্জামানের টাকা দিয়েই এই জমি কেনা হয়েছে।
সোহানের নামে রাজধানীর বনশ্রী, আফতাবনগরে প্লট রয়েছে। এছাড়া ধানমন্ডির-৩২ নম্বরে তার নামে একটি বাড়িও কেনা হয়েছে। এছাড়া ফ্ল্যাট আছে নিউ বেইলি রোড, শাহজাহানপুরে। এর মধ্যে বনশ্রীর একটি প্লটে বাড়ির নির্মাণকাজ চলমান।
জাহাজ নির্মাণের জন্য ৩টি ডকইয়ার্ডেও অন্তত ৫০ কোটি টাকা বিনিয়োগ আছে সোহানের, মূলত আছাদুজ্জামান মিয়াই এই বিনিয়োগকারী বলে দুদকের অভিযোগসূত্রে বলা হয়েছে।
এছাড়াও সোহানের নামে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে অন্তত ১৫ কোটি টাকা মূল্যের ৫০ বিঘা জমি রয়েছে। ঢাকার সায়েদাবাদ ও গুলিস্তান বাস টার্মিনালেও হারিচুর রহমান সোহানের নামে ইজারা নেওয়া আছে। এখানেও আছাদুজ্জামান মিয়া শ্যালক সোহানের নামে অন্তত ১০ কোটি টাকার বিনিয়োগ করেছে বলে দুদকের অভিযোগে বলা হয়েছে।

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক ও ক্যাশিয়ার হারিচুর রহমান সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তিন মামলা রয়েছে। তিনি ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
রাজধানীর বেইলি রোড এলাকা থেকে মঙ্গলবার ভোরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার সোহান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা তিনটি মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর তাকে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রমিক লীগ নেতা সোহান তার বোনজামাই দুর্নীতিবাজ সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ছিলেন। একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে আছাদুজ্জামান মিয়াও বর্তমানে কারাগারে বন্দি।
আছাদুজ্জামান ও তার পরিবারের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে তদন্ত করছে দুদক। এরইমধ্যে তাদের পরিবারের ১০ সদস্যের সকল ব্যাংক হিসাবসহ যাবতীয় লেনদেনের তথ্য অনুসন্ধান করেছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
সোহানের যত অবৈধ সম্পদ:
আছাদুজ্জামান মিয়ার শ্যালক সোহানের নামে রাজধানীর অভিজাত বেইলি রোড, শাহজাহানপুরে ফ্ল্যাট রয়েছে। বনশ্রী ও আফতাবনগরে একাধিক প্লট রয়েছে। এর মধ্যে বনশ্রীর একটি প্লটে বাড়ির নির্মাণকাজও চলছে।
হারিচুর রহমান সোহান মৌমিতা পরিবহন লিমিটেড, মধুমতি পরিবহন লিমিটেড নামে দুটি কোম্পানির পরিচালক। এছাড়াও ঢাকার নিউমার্কেটে পিওর গোল্ড লিমিটেড নামে স্বর্ণের দোকানের ভাইস চেয়ারম্যান তিনি।
২০২৪ সালের ১৫ মে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায় এক ব্যবসায়ীর ছেলের কাছ থেকে ৩ কোটি টাকা দিয়ে ৪৩ শতাংশ জমি কেনেন সোহান। তবে স্থানীয়রা জানে আছাদুজ্জামানের টাকা দিয়েই এই জমি কেনা হয়েছে।
সোহানের নামে রাজধানীর বনশ্রী, আফতাবনগরে প্লট রয়েছে। এছাড়া ধানমন্ডির-৩২ নম্বরে তার নামে একটি বাড়িও কেনা হয়েছে। এছাড়া ফ্ল্যাট আছে নিউ বেইলি রোড, শাহজাহানপুরে। এর মধ্যে বনশ্রীর একটি প্লটে বাড়ির নির্মাণকাজ চলমান।
জাহাজ নির্মাণের জন্য ৩টি ডকইয়ার্ডেও অন্তত ৫০ কোটি টাকা বিনিয়োগ আছে সোহানের, মূলত আছাদুজ্জামান মিয়াই এই বিনিয়োগকারী বলে দুদকের অভিযোগসূত্রে বলা হয়েছে।
এছাড়াও সোহানের নামে ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে অন্তত ১৫ কোটি টাকা মূল্যের ৫০ বিঘা জমি রয়েছে। ঢাকার সায়েদাবাদ ও গুলিস্তান বাস টার্মিনালেও হারিচুর রহমান সোহানের নামে ইজারা নেওয়া আছে। এখানেও আছাদুজ্জামান মিয়া শ্যালক সোহানের নামে অন্তত ১০ কোটি টাকার বিনিয়োগ করেছে বলে দুদকের অভিযোগে বলা হয়েছে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিশেষ আদেশ রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার মাধ্যমে জারি করার কথা বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১ ঘণ্টা আগে
পরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
৩ ঘণ্টা আগে
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, একটি আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটি সংবিধান নয়, একটা এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট যেটা কোনো সরকার এরকম পরিস্থিতিতে পড়লে দেওয়ার এখতিয়ার রাখে।
৫ ঘণ্টা আগে
নাহিদ ইসলাম বলেন, “বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি-ডিসি এগুলো ভাগ বাটোয়ারা করছে এবং নির্বাচনে জন্য তারা যে তালিকা করছে, সরকারকে সেগুলো দিচ্ছে এবং উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোর সাথে সেভাবে সহায়তা করছে”।
৫ ঘণ্টা আগে