সিইসির সঙ্গে সাক্ষাতের পর নজরুল ইসলাম খান

‘না ভোট’ আমাদের নয়, কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ২১: ৩৩

‘না ভোট’ বিএনপির কোনো দাবি ছিল না, এটি কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) অন্তর্ভুক্ত করেছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার (১৭ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির এই প্রতিনিধি দলটি বৈঠক করেন। নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। এ সময় সিইসি ছাড়াও একজন নির্বাচন কমিশনার ও ইসির সিনিয়র সচিব ছিলেন। আমরা মূলত নির্বাচন কমিশনে এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসি কাজ করছে। এটা কিসের ভিত্তিতে করা হচ্ছে তা জানতে এসেছিলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা (ইসি) সংশয় প্রকাশ করছে। এটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে নির্বাচন কমিশন। আমরা যারা রাজনীতি করি, আমাদেরও চেষ্টা করতে হবে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়।

নজরুল ইসলাম খান বলেন, প্রবাসী ভোটারের বিষয়ে সিইসি আমাদের বলেছেন, যাদের এনআইডি আছে, যাদের ই-পাসপোর্ট আছে, তাদের সবাইকে ভোটের আওতায় আনতে পারবে। বিএনপি দাবি করেছে, নরমাল পাসপোর্ট যাদের আছে তাদেরও যাতে ভোটারের আওতায় আনা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না’ ভোটের বিষয়ে আমরা প্রস্তাব করি নাই। ‘না’ ভোট আমাদের দাবির ভিত্তিতে হয়নি। কিছু বিশিষ্ট ব্যক্তির সুপারিশে হয়েছে। এখন যেটা করা হচ্ছে সেটাতে আমাদের কোনো মতামত নেই। আসন ভাগাভাগির বিষয়ে বিএনপির অন্যতম এই নীতিনির্ধারক বলেন, আসন ভাগাভাগি নিয়ে এখনো আমাদের দলের ভেতরে আলোচনা হয়নি। আসন নিয়ে আলোচনা হবে তফসিল ঘোষণার পরে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত