মির্জা ফখরুলকে অভিনন্দন বার্তায় দেলাওয়ার

‘বিজয়ী হলে অভিভাবক হিসেবে রাখব, পরাজয় হলে তাকে সহযোগিতা করব’

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১৪: ৩৫
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১৪: ৩৯

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। আসন্ন নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন।

বিজ্ঞাপন

তার বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে লড়বেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেনকে। এই আসনে দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে ঠাকুরগাঁও-১ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জামায়াত মনোনিত প্রার্থী দেলোয়ার হোসেন। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে শুভেচ্ছা জানান তিনি।

পোস্টে দেলোয়ার হোসেন লেখেন—বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে দলের মহাসচিব, বর্ষীয়ান রাজনীতিবিদ, ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন।

তিনি লেখেন—২০০১ সালের নির্বাচনে জোট প্রার্থী হিসেবে আমরা ওনার (মির্জা ফখরুল) পক্ষে কাজ করেছিলাম এবং তিনি বিজয়ী হয়েছিলেন। তখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এবার আমরা দুজনেই দুদল থেকে এই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রতিযোগী হয়ে নির্বাচনি ময়দানে কাজ করতে চাই। আমাদের মূল লক্ষ্য ঠাকুরগাঁওয়ের উন্নয়ন।

জনগণ আমাকে বিজয়ী করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে আমার অভিভাবক হিসেবে উনাকে রাখবো আর জনগণ উনাকে বিজয়ী করলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে উনাকে সার্বিকভাবে সহযোগিতা করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা আমাদের সহায় হোন। আমিন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত