আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় পার্টির অফিসের সামনে

গণঅধিকার পরিষদ-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ জন ঢামেকে

স্টাফ রিপোর্টার
গণঅধিকার পরিষদ-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ জন ঢামেকে
ফের জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাহুল (২২) ও মনির হোসেন (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে তাদের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, রাতের দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, রাতের দিকে বিজয়নগর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণধিকার পরিষদের নেতা-কর্মীরা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করতে যায়। এ সময় পুলিশের সাথে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবকের ডান হাতে এবং অপর যুবক বাম হাতে গুলি লেগে আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

পরিদর্শক ফারুক আরও জানান, ৪ নং ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানিয়েছি। তবে আহতরা শঙ্কা মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন