আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুদানে বাংলাদেশি সেনাদের হতাহতের ঘটনায় রেজাউল করিমের শোক

স্টাফ রিপোর্টার

সুদানে বাংলাদেশি সেনাদের হতাহতের ঘটনায় রেজাউল করিমের শোক

সুদানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এই লোক প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর মোট ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন বলে আইএসপিআর নিশ্চিত করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আরো ৮ জন শান্তিরক্ষী আহত হয়েছেন।

চরমোনাই পীর নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, তাদের পরকালীন শান্তির জন্য দোয়া এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশি এই অকুতোভয় সেনারা যেভাবে আত্মদান করলেন তা ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন