আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবনতির জন্য আ.লীগ সরকার দায়ী

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবনতির জন্য আ.লীগ সরকার দায়ী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে অবনতি হচ্ছে, সেজন্য তার উপরে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অন্যায় জুলুম দায়ী।

বিজ্ঞাপন

শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওলামা দলের আয়োজন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, দেশের প্রোথিতযশা চিকিৎসক যারা রয়েছেন তারা সার্বক্ষণিকভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেবা করে যাচ্ছেন। এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যা কিছু করা সম্ভব , আমি বলব তার চেয়েও বেশি তারা চেষ্টা করছে বিশ্বাস করি।

তিনি বলেন, আজকে কিন্তু মানুষ বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষরা ঘরে ঘরে বসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছে। চোখে না দেখলে, বিশ্বাস হয় না মানুষ তাকে কিভাবে ভালোবাসে!

ড. মঈন খান বলেন, আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে দিন। যিনি গণতন্ত্রের সাধক এবং সারা বাংলাদেশের মানুষ যাকে আপোষহীন নেত্রী হিসেবে কোন অন্যায় নীতির সাথে তিনি কোনদিন আপস করেন নাই। এমন একজন এবং মহান আল্লাহ তালা তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে আবার ফিরিয়ে আনবেন এই প্রত্যাশা রাখছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন