জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা যেন ব্যর্থ না হয়: নজরুল ইসলাম খান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২১: ২৪
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ২১: ৪০

৭১ বিজয়ের স্মৃতি ধারণ করে সতর্কভাবে খেয়াল রাখতে হবে জুলাই বিপ্লবের বিজয়ের আকাঙ্ক্ষা যাতে ব্যর্থ ও মিথ্যা না হয়ে যায় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সোমবার রাজধানীতে বিজয় দিবসের এক আলোচনা সভা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ‘বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ‘রক্তস্নাত বিজয়’ প্রকাশনার মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (অ্যাব) ঢাকা কেন্দ্র।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা মিলে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে, সে গণতন্ত্রের বিজয় আমরা কিন্তু ধরে রাখতে পারিনি। আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে গণতন্ত্র আর শোষণ-বঞ্চনা থেকে রক্ষার জন্য। কিন্তু স্বাধীনতার পরও আমরা শোষণ, বঞ্চনা, লাঞ্ছনা ও বৈষম্য থেকে রক্ষা পেয়েছি কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, বিজয় আমাদের গৌরব দেয় না, দায়িত্ব বাড়িয়ে দেয়। একটি সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা যুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধের অর্জনে গণতন্ত্র ও ফ্যাসিবাদ থেকে মুক্তির জন্য যারা লড়াই করেছে এবং জীবন দিয়েছে, তাদের দায় শোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সবার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

রক্তস্নাত প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিজু বলেন, দেশে এখনো জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশের ভেতরে-বাইরে গভীর ষড়যন্ত্র চলছে। সচিবালয়ে এখনও স্বৈরাচারের দোসররা স্বপদে বহাল থেকে যড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধভাবে যেন জুলাই বিপ্লবের কাঙ্ক্ষিত লক্ষ্য ধরে রাখতে পারি, সেভাবে কাজ করতে হবে।

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা কেন্দ্রের উদ্যোগে রক্তস্নাত প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় সংগঠনটির ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী এটিএম তানবীর-উল-হাসান, ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারসহ সংগঠনটির শীর্ষ নেতারা।

এ সময় অ্যাব নেতা প্রকৌশলী আফজাল হোসেন সবুজ, প্রকৌশলী মাহবুব আলম, আইইবির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোরশেদ, নিয়াজ উদ্দিন ভূঁইয়া, আল-আমিন, সহকারী সাধারণ সম্পাদক মুহাম্মদ আহসানুল রাসেল, মোহাম্মদ মাহবুব আলম, সাব্বির আহমেদ ওসমানী, নূর আমিন লালন, ঢাকা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, কামরুল হাসান উজ্জ্বল, অ্যাবের সহসভাপতি প্রকৌশলী মো. মোস্তফা-ই-জামান সেলিম, আজিম উদ্দিন, যুগ্ম মহাসচিব আল মামুন গাজী, সাংগঠনিক সম্পাদক শামীম রাব্বি সঞ্চয়, ফয়সাল মাহমুদ, ইঞ্জিনিয়ার সজল, মোহসীন আলী, শফিকুল ইসলাম খান, জহির উদ্দিন, সাজ্জাদ হোসেন, রায়হান নবী, প্রকৌশলী হানিফ, মোহাম্মদ আরিফ, শরিফুল বাবু, মিনহাজ, সিরাজুল ইসলাম, মোহাম্মদ নেসার উদ্দীন, বিজু বড়ুয়া, কামরুল হাসান খান সাইফুল, প্রকৌশলী ডালাস, করিম, ওসমান গনি, গোলাম রহমান রাজীব, প্রকৌশলী আইয়ুব, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন সেলিম, রুহুল আমিন, নাজনিন আক্তার, আজম খান চৌধুরী ও মো. আব্দুর রাজ্জাক, শাহরিয়ার পারভেজ, জাহিদুর রহমানসহ আইইবি ও অ্যাবের অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত