
স্টাফ রিপোর্টার

ছাত্র সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে বাস ও ট্রেন যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছে।
রোববার বেলা আড়াইটাই রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি সাবেক ছাত্র-নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটির নেতারা। সমাবেশে বড় জমায়েত করে শক্তি দেখানোর ইঙ্গিত দিয়েছে সংগঠনটি। এই সমাবেশে সারা দেশে থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগ দেবেন।
ছাত্র সমাবেশে যোগ লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভের নেতৃত্বে বাসে করে নেতাকর্মীরা এসেছেন ঢাকায়।
তিনি বলেন—ছাত্রদলের সমাবেশকে সফল করতে এবং তারেক রহমানের নতুন বার্তা নিতে তারা আজকে ঢাকায় এসেছেন।
সমাবেশের জন্য জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের সমাবেশকে সামনে রেখে সারাদেশের নেতাকর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দিয়েছে সংগঠনটি। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রদলের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দেবে সংগঠনটি।
সমাবেশ কেন্দ্র করে জন-ভোগান্তি হ্রাস, সুশৃঙ্খল করতে নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। সংগঠনটির সহসভাপতি ডা. আউয়াল বলেন, গতবছরের এই দিনটি আমাদের কাছে স্মরণীয়। এই দিনে হাসিনার পদত্যাগের ডাক আসে। এই দিনটি স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক ছাত্র সমাবেশ হবে। সমাবেশে ছাত্রদলের লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের নির্দেশনায় বলা হয়—ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। শাহবাগ এলাকায় একাধিক হাসপাতাল থাকার বিষয়টি বিবেচনা করেছে ছাত্রদল। কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হসপিটালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সারাদেশ থেকে আসা গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না।

ছাত্র সমাবেশকে কেন্দ্র করে সারা দেশ থেকে বাস ও ট্রেন যোগে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছে।
রোববার বেলা আড়াইটাই রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি সাবেক ছাত্র-নেতারা উপস্থিত থাকবেন।
এদিকে ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনটির নেতারা। সমাবেশে বড় জমায়েত করে শক্তি দেখানোর ইঙ্গিত দিয়েছে সংগঠনটি। এই সমাবেশে সারা দেশে থেকে কয়েক লাখ নেতাকর্মী যোগ দেবেন।
ছাত্র সমাবেশে যোগ লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভের নেতৃত্বে বাসে করে নেতাকর্মীরা এসেছেন ঢাকায়।
তিনি বলেন—ছাত্রদলের সমাবেশকে সফল করতে এবং তারেক রহমানের নতুন বার্তা নিতে তারা আজকে ঢাকায় এসেছেন।
সমাবেশের জন্য জনদুর্ভোগের জন্য অগ্রিম দুঃখ প্রকাশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের সমাবেশকে সামনে রেখে সারাদেশের নেতাকর্মীদের রাজধানীতে আসার নির্দেশনা দিয়েছে সংগঠনটি। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রদলের ভূমিকা, তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষার্থীদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলার বার্তা দেবে সংগঠনটি।
সমাবেশ কেন্দ্র করে জন-ভোগান্তি হ্রাস, সুশৃঙ্খল করতে নেতাকর্মীদের নানা নির্দেশনা দিয়েছে ছাত্রদল। সংগঠনটির সহসভাপতি ডা. আউয়াল বলেন, গতবছরের এই দিনটি আমাদের কাছে স্মরণীয়। এই দিনে হাসিনার পদত্যাগের ডাক আসে। এই দিনটি স্মরণীয় করে রাখতে ঐতিহাসিক ছাত্র সমাবেশ হবে। সমাবেশে ছাত্রদলের লক্ষাধিক নেতাকর্মীর সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের নির্দেশনায় বলা হয়—ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না। সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র কর্তৃক নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে। শাহবাগ এলাকায় একাধিক হাসপাতাল থাকার বিষয়টি বিবেচনা করেছে ছাত্রদল। কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও পিজি হসপিটালের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত এ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহনের চলাচলে সার্বিক সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। সারাদেশ থেকে আসা গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলতি মাসের শুরুতে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এর একদিন পরই মাদারীপুর-১ আসনের ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। অর্থাৎ, এখনো ৬৪ আসনে দলটির প্রার্থী ঘোষণা করা হয়নি। চলতি নভেম্বর মাসের মধ্যেই এসব আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলে দ
২৪ মিনিট আগে
মামুনুল হক বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেই সুযোগ অবধারিতভাবেই ফিরে আসবে। পরাজিত শক্তি এ কারণেই নানামুখী ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি—জাতীয় নির্বাচনের আগে স্বতন্ত্র দিনে গণভোট আয়োজন করে “জুলাই সনদ” বাস্তবায়ন নিশ্চিত করুন।
৫ ঘণ্টা আগে
নেতৃবৃন্দ বলেন, “এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা মুন্না শাহবাগ থানা ছাত্রশিবিরের কর্মী” দাবি করে দৈনিক আমার দেশ পত্রিকার আদলে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভুয়া ফটোকার্ডের উপর ভিত্তি করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,
৭ ঘণ্টা আগে
তারেক রহমান ওই পোস্টে লেখেন, ‘আমিসহ অনেক বাংলাদেশি অস্ট্রেলিয়ান সংসদ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই- যারা বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার এবং নির্বাচনী অখণ্ডতার বিষয়ে স্পষ্টতা এবং বিবেকের সঙ্গে কথা বলেছেন। তাদের সুচিন্তিত মতামত সর্বজনীন গণতান্ত্রিক নীতি এবং বাংলাদেশি জনগণের কল্যাণের প্রতি গভ
৭ ঘণ্টা আগে