আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খোঁজ-খবর নেয়ার আগে মানুষ জানতে চায় নির্বাচন কবে: দুদু

স্টাফ রিপোর্টার

খোঁজ-খবর নেয়ার আগে মানুষ জানতে চায় নির্বাচন কবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'কারো সাথে দেখা হলে আগে মানুষ শরীর-পরিবারে খোঁজখবর নিতেন। আর এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে।

শনিবার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)।

বিজ্ঞাপন

দুদু বলেন, নির্বাচন কবে হবে। কারো সাথে দেখা হলে আগে মানুষ তার শরীরের, পরিবারে খোঁজ-খবর নিতেন। এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন এবং বলেছেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।’

তিনি বলেন, ২৪-এর মহাপ্লাবন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। সে সময় মনে হয়েছে জিয়াউর রহমানের সাহসিকতার কথা, 'আমি মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করছি'। স্বাধীনতা তো মানুষের কথা স্বাধীনতা, মানুষের অধিকারের কথা।

তিনি বলেন, আমরা স্বাধীনতার পর দেখেছি অনেকে স্বাধীনতার পর একদলীয় শাসন কায়েম করেছিল, আর আমাদের নেতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন।

বিএনপির এই নেতা বলেন, ১৭ বছরে ফ্যাসিস্ট মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। ৫ আগস্ট আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠাকারী নেতার কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছেন। অথচ পালিয়ে যাওয়ার আগে ফ্যাসিস্ট হাসিনা বলতেন, ‘শেখ মুজিবের মেয়ে পালায় না’ কিন্তু সে ঠিকই পালিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন