আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জিয়াউর রহমান আমার দেখা সবচেয়ে সৎ রাজনীতিবিদ: মেজর হাফিজ

উপজেলা প্রতিনিধি, (তজুমদ্দিন) ভোলা

জিয়াউর রহমান আমার দেখা সবচেয়ে সৎ রাজনীতিবিদ: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমার চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন আমার দেখা সবচেয়ে সৎ রাজনীতিবিদ। তার আদর্শ ধারণ করে বিএনপি ও তার অঙ্গসংগঠন আজও কাজ করে যাচ্ছে।

বুধবার সকালে ভোলার তজুমদ্দিন উপজেলার বিবিচ্ছিন্ন দ্বীপ চর মোজাম্মেল ও চর জহিরউদ্দিনে এ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ সারাদেশে বাহিনী দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাধারণ মানুষের কথা বলার উপায় ছিল না। তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। দেশের মানুষকে কষ্টে রেখে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, লাগামহীন দ্রব্যমূল্য, সীমাহীন দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা-গুমের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল আওয়ামী লীগ। শেখ হাসিনা, শেখ রেহানা, জয়সহ তাদের পরিবারের দুর্নীতি তদন্ত করে আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন জুলফিকার, যুবদলের আহ্বায়ক হাসান মো. সাফা পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন