আ. লীগের সময় আলেমদের হয়রানি করা হয়েছে: নীরব

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১৪: ২৯

বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, আওয়ামী লীগের সময় যারা ইসলামের জন্য কাজ করতেন তাদেরকে হয়রানি করা হতো। বিশেষ করে আমাদের দেশের বিশিষ্ট আলেমদেরকে জেলে দেওয়া হয়েছে। ফ্যাসিবাদের পতনের পর দেশে স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে আম্বরশাহ জামে মসজিদে স্মৃতিচারণ, ইফতোতাহী দরস ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবদলের সাবেক এই সভাপতি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করা হচ্ছে। এই বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

কারওয়ান বাজারে আম্বরশাহ জামে মসজিদের সাবেক প্রধান খতিব হাফেজ কারী শাহ আতাউল্লাহ হাফেজ্জী রহ.এর ইন্তেকাল এবং জামিয়া আম্বরশাহ আল ইসলামিয়ার ১৪৪৬-৪৭ হিজরী/ ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষের প্রথম সবক প্রদান উপলক্ষ্যে স্মৃতিচারণ, ইফতোতাহী দরস ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও শায়খুল হাদিস হাফেজ মাওলানা মুফতী খায়রুল্লাহ। অনুষ্ঠানে হযরত মাওলানা জাফর আহমদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত