৫ দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে ৭ দলের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৬: ০৯
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৬: ৫৪

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৭ দল।

বিজ্ঞাপন

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৭টি দল। রোববার (১২ অক্টোবর) দুপুরে দলগুলোর ঢাকা জেলার কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে স্মারকলিপি তুলে দেয়া।

রোববার (১২ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ আমির নূরুল ইসলাম বুলবুল নেতৃত্বে এই স্মারকলিপি দেয় দলটি। এছাড়াও এদিন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, খেলাফত মজলিস, জাগপা ও নেজামে ইসলাম পার্টিসহ ৬টি রাজনৈতিক দল তাদের প্রতিনিধির মাধ্যমে আলাদা আলাদা এসব স্মারকলিপি জমা দেন।

এসময় ঢাকা মহানগর দক্ষিণের জামায়েত ইসলামীর আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, কোন একটা দলকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করলে ইসিকে দাঁতভাঙা জবাব দেওয়ার হবে। প্রধান নির্বাচন কমিশনারের রাজনৈতিক পরিচয় দেশবাসী জানেন। সুষ্ঠু নির্বাচন না দিতে পারলে দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা বলেন তিনি। জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদের বাস্তবায়নে গণভোট আয়োজনের দাবি জানায় দলটি। দলটি ও সমমনা রাজনৈতিক দলগুলোর পাঁচ দফা দাবি হল- আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও এই আদেশের উপর গণভোট আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত