‘সরকার দুর্বল হলে ঝুঁকিতে পড়বে নিরপেক্ষ নির্বাচন’

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ৪৫

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জনগণের সমর্থন থাকা সত্ত্বেও ক্ষমতার ছয় মাসে রাষ্ট্র পরিচালনায় কার্যকরী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করতে পারেনি অন্তর্বর্তী সরকার। এ সরকার দুর্বল হয়ে পড়লে নিরপেক্ষ জাতীয় নির্বাচনও ঝুঁকিতে পড়বে। আমরা নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলতে চাই না। তাই এ সরকারকেই নিজেদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ভ্যাট-করের বোঝা থেকে মানুষ বাঁচানো, গণহত্যার বিচার নিশ্চিতের দাবিতে এর আয়োজন করে দলটির ঢাকা মহানগর।

বিজ্ঞাপন

সাইফুল হক বলেন, যুদ্ধাপরাধের বিচার যেমন প্রতিশোধের নয়, আওয়ামী ফ্যাসিবাদিদের গণহত্যার বিচারও কোনো প্রতিহিংসার নয়। ন্যায়বিচার নিশ্চিতে এসব কাজ সম্পন্ন করা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশকে অনুগত রাখতে ভারতের বাংলাদেশ নীতির যে বিপর্যয় ঘটেছে, তা এখনও হজম করতে পারেনি মোদি সরকার। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে বাংলাদেশের গণঅভ্যুত্থান নিয়ে নালিশ করেও ব্যর্থ হয়েছেন নরেন্দ্র মোদি।

সমাবেশে রোজার আগেই বাজার নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

দলটির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খানস, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মাহমুদ হোসেন, ঢাকা মহানগর কমিটির আবুল কালাম আজাদ প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত