দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য এসএকে একরামুজ্জামান দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার নির্দেশক্রমে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেও পরে তার প্রার্থিতা প্রত্যাহার করেন। গত ৮ জানুয়ারি এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

