আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে জনসমুদ্র থেকে তারেকের নির্বাচনি প্রচারণা শুরু

আমার দেশ অনলাইন

সিলেটে জনসমুদ্র থেকে তারেকের নির্বাচনি প্রচারণা শুরু

সিলেটের আলিয়া মাদরাসা মাঠের সমাবেশের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় কঠোর নিরাপত্তার মধ্যে তিনি মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

বিএনপির চেয়ারম্যান হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আছেন।

বিজ্ঞাপন

এদিকে সকাল থেকে সরকারি আলিয়া মাদরািসা মাঠের চারপাশে— চৌহাট্টা এলাকা, জিন্দাবাজার, আম্বরখানা, মেডিকেল সড়ক, দরগা সড়কে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকের উপস্থিতিতে জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেয়।

সিলেটের ছয়টি নির্বাচনি আসন এবং সুনামগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন