আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৪ ফেব্রুয়ারি বরিশালে বিএনপির জনসভায় যোগ দেবেন তারেক রহমান

বরিশাল অফিস

৪ ফেব্রুয়ারি বরিশালে বিএনপির জনসভায় যোগ দেবেন তারেক রহমান

দীর্ঘ প্রতীক্ষার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি (বুধবার) তিনি বরিশালে নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বিলকিস আক্তার জাহান শিরিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার ফেসবুক পেজে পোস্ট করে ৪ ফেব্রুয়ারি তারেক রহমানের বরিশালে আসার বিষয়টি জানান।

বিজ্ঞাপন

বিলকিস জাহান শিরিন বলেন, ৪ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে জনসমাবেশে বক্তৃতা দিবেন তারেক রহমান। তিনি জানান, রাজনৈতিক সফরের সময়সূচি নির্ধারকের কাছ থেকে ২৯ জানুয়ারি দিবাগত রাতে ফোন পেয়ে বিষয়টি নিশ্চিত হন। এ সফরসূচিই চূড়ান্ত।

দলীয় সূত্র জানায়, তারেক রহমান যশোর থেকে আকাশপথে বরিশাল আসবেন এবং পরে সড়কপথে ঢাকায় ফিরবেন।

এদিকে, তারেক রহমানের বরিশাল সফরের বিষয়টি বরিশাল বিভাগের ২১টি আসনের মনোনীত প্রার্থী, বিভাগীয় ও মহানগরসহ আট জেলার নেতাদের জানানো হয়েছে বলে জানান বিলকিস জাহান শিরিন। তিনি বলেন, প্রস্তুতি প্রায় শেষ। এখন কেবল তার আগমনের অপেক্ষা।

এছাড়া শনিবার বিভাগের বিএনপি নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান তিনি।

এর আগে, ২৬ জানুয়ারি তারেক রহমানের বরিশাল সফরের কথা থাকলেও তা পিছিয়ে ২৭ জানুয়ারি করা হয়। পরে সেই তারিখও বাতিল হয়ে যায়। নতুন দিন ঘোষণা না হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে অপেক্ষা বাড়ছিল। এবার অবশেষে সফরের দিন স্থির হলো।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালে বরিশালে গিয়েছিলেন তারেক রহমান। সে সময় তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। প্রায় দুই দশক পর এবার চেয়ারম্যান হিসেবে বরিশাল সফরে যাচ্ছেন তিনি। নির্বাচনের আগ মুহূর্তে এই সফরকে বরিশালের স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন