আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন: তারেক রহমান
মৌলভীবাজার সমাবেশে তারেক রহমান

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান ও উপদেষ্টাদের উদ্দেশে বলেন, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে আমি অনুরোধ করবো—তাদের যদি প্রটোকল দরকার হয়, তাহলে তা তিন ডাবল করে দিন। বিএনপির চেয়েও তিনগুণ বেশি করে দিন।

বৃহস্পতিবার মৌলভীবাজার নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ এখন সেটা বুঝতে পারছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে তাদের কিছু করে বসুক। সে জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে—তাদের প্রটোকল তিন গুণ বাড়িয়ে দিন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যখন এত মানুষ শহীদ হচ্ছিল, তখন তারা কী ভূমিকা রেখেছিল—এখন মানুষ তা নতুন করে জানতে চাইছে।

তিনি বলেন, আজ তারা বলছে—অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন। আমরা বলি, ভাই, আপনাদের তো মানুষ ৭১ সালেই দেখেছে। ইতিহাস মুছে ফেলা যায় না।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে দেশের মানুষ দেখেছে—আপনারা কীভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তখন লাখ লাখ মা-বোনের সম্মানহানি হয়েছে। আপনাদের ভূমিকার কারণে এই দেশের লাখ লাখ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, অসংখ্য মানুষ পঙ্গু হয়েছেন। কাজেই আপনাদের ভূমিকা আমরা ৫০ বছর আগেই দেখে ফেলেছি।

বিএনপি চেয়ারম্যান বলেন, এখন যখন এসব কথা তাদের মুখ থেকে বের হয়ে যাচ্ছে এবং মানুষ বুঝতে পারছে যে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে, দেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে—ঠিক তখনই মানুষ তাদের চালাকি ও ষড়যন্ত্র ধরে ফেলেছে। আর যখন তারাও বুঝতে পারছে যে মানুষ সব বুঝে গেছে, তখন তারা সরকারের কাছে গিয়ে বলছে—নিরাপত্তা দিতে হবে, প্রটোকল দিতে হবে।

তিনি বলেন, আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো। অন্তর্বর্তী সরকারের প্রধানসহ যারা দায়িত্বে আছেন, ডক্টরসহ সকলকে অনুরোধ করবো—তাদের যেই প্রটোকল দেওয়া হয়েছে, আমাদের যেই নিরাপত্তা দেওয়া হয়েছে, তার তিন গুণ বেশি করে দিন।

তারেক রহমান আরো বলেন, বিএনপির পক্ষ থেকে, লাখো জনতার পক্ষ থেকে আমরা সরকারের কাছে এই অনুরোধ জানাচ্ছি—তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দিন। কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে, আর মানুষ সেটা বুঝতে পেরে তাদের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু করে বসুক।

সবশেষে তিনি পুনরায় বলেন, সেই জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে—যা বিএনপিকে দেওয়া হয়েছে, তার তিন গুণ বাড়িয়ে তাদের প্রটোকল দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...