জুলাই আন্দোলনে শহীদ ওয়াসিমের বাবার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১৬: ০১

২৪-এর জুলাই গণআন্দোলনে শহীদ ওয়াসিমের বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আমার দেশ।
২৪-এর জুলাই গণআন্দোলনে দেশের শহীদ ছাত্রদল নেতা ওয়াসিমের বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার সকালে চট্টগ্রামে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারেক রহমান শহীদ ওয়াসিমের বাবার প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, ‘আপনি একজন বীরের পিতা; একজন গর্বিত পিতা। বাংলাদেশের মানুষ শহীদ ওয়াসিমসহ ২৪-এর গণআন্দোলনের সব শহীদ ও আহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।’
তিনি আরো বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।
সম্পাদক ও প্রকাশক : মাহমুদুর রহমান কর্তৃক প্রকাশিত এবং আল-ফালাহ প্রিন্টিং প্রেস, ৪২৩, এলিফেন্ট রোড, বড় মগবাজার, ঢাকা-১২১৭ থেকে এবং অস্থায়ীভাবে মিডিয়া প্রিন্টার্স লি. ৪৪৬/এইচ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্য বিভাগ : ঢাকা ট্রেড সেন্টার, ৯৯, কাজী নজরুল ইসলাম এভিণিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। পিএবিএক্স : ০২-৫৫০১২২৫০। ই-মেইল : info@dailyamardesh.com