আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের নির্বাচনি প্রচারে কোকোর স্ত্রী শামিলা

আমার দেশ অনলাইন

তারেক রহমানের নির্বাচনি প্রচারে কোকোর স্ত্রী শামিলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচার ও গণসংযোগে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়ার পুত্রবধূ ও মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তিনি ঢাকা-১৭ আসনের অন্তর্গত শাহজাদপুরস্থ সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

বিজ্ঞাপন

শাহজাদপুর থেকে শুরু করে পরবর্তীতে তিনি গুলশান ডিএনসিসি মার্কেট এলাকায় গণসংযোগ চালান এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহনাজ মান্নানসহ ঢাকা-১৭ আসনের স্থানীয় বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন