আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৭ জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

১৭ জেলায় নির্বাচনি সফরে যাচ্ছেন তারেক রহমান
রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির জনসভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : মঞ্জুর মোরশেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৭ জেলায় সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানিয়েছে, আগামী ২২ জানুয়ারি থেকে সিলেট থেকে এই সফর শুরু হবে। ঢাকার বাইরে এটিই তার প্রথম সফর।

এরপর মৌলভীবাজার, শেরপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠ, ব্রাহ্মণবাড়িয়া (সরাইল কোট্টাপাড়া খেলার মাঠ), কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, নরসিংদী, নারায়ণগঞ্জ হয়ে ২৩ জানুয়ারি ঢাকায় ফিরবেন তারেক রহমান।

বিজ্ঞাপন

আগামী ২৪ জানুয়ারি চট্টগ্রাম হয়ে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা হয়ে ঢাকা ফিরবেন। এরপর ২৬ জানুয়ারি বরিশালের বেস পার্কে বিভাগের সব জেলার নেতাকর্মীদের নিয়ে সমাবেশ বা পথসভায় যোগ দেবেন তারেক রহমান। এরপর মাদারীপুর (মোস্তাফাপুর মাঠ), ফরিদপুরে ভাঙ্গা, মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান।

দলীয় সূত্রে জানা গেছে, এই সফরে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি জনগণ ও দলীয় প্রার্থীদের সামনে তুলে ধরবেন তারেক রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...