বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বিএনপির সমর্থিত ঢাকা-১২ আসনের কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক বলেছেন, যারা কালো টাকা ও পেশি শক্তি দিয়ে ভোটের বাক্স ভরতে চান ভুলে যান সেসব দিনের কথা। তিনি বলেন, যারা মাস্তানি ও চাঁদাবাজি করে তাদের ঢাকা-১২ আসনের জনগণ প্রত্যাখ্যান করবেন। ইনশাল্লাহ তারেক রহমানের ভালোবাসা নিয়ে এবং কোদাল মার্কা নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হবো।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার প্রগতি ভবনের সামনে নির্বাচনে প্রচার সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, খুব অল্পদিন হলো আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির। এখানে গুম হয়েছেন সাজেদুল ইসলাম সুমনসহ অনেকেই। নির্মম হত্যার শিকার হয়েছেন শহীদ কাজী আব্দুর রহমান, শহীদ মামা খোকন, শহীদ বাবলু, শহীদ ফারুক, শহীদ বিপ্লবসহ অনেকে। আমরা তাদের কাউকে ভুলবো না।
তিনি বলেন, ঢাকা-১২ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি প্রতি মাসে প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষদের সাথে নিয়ে গণশুনানি করবো। মানুষের সুখ, দুঃখের কথা নিজের কানে শুনবো। তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রতিকারের জন্য কাজ করবো। তিনি বলেন, ঢাকা-১২ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের কবলে পড়ে তার মূল সৌন্দর্য হারিয়ে ফেলেছে, অথচ এখানে আন্তর্জাতিক মানের হাতিরঝিল রয়েছে, শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধি রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এ আসন তারেক রহমান আমার ওপর আস্থা রেখেছে। আমি জনগণকে নিয়ে তাকে ঢাকা-১২ উপহার দিবো ইনশাআল্লাহ।
সভায় তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল থানা এবং শেরে বাংলা নগর থানা-থানাগুলোর অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মী, সমর্থক, সকল অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, তাতী দলসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

