আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

২০ বছর পর ফেনীতে তারেক রহমান

আমার দেশ অনলাইন

২০ বছর পর ফেনীতে তারেক রহমান

ফেনীর মাটিতে ২০ বছর পর পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় নির্বাচনি জনসভায় যোগ দেন তিনি।

তারেক রহমানের আগমন উপলক্ষে রোববার সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছে তারা। ফেনী ছাড়াও দলীয় প্রধানের এ জনসভায় নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরাও জড়ো হচ্ছে।

বিজ্ঞাপন

দুপুরে জনসভাস্থলে প্রবেশে ফেনী সরকারি কলেজ ফটকে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনী। ফেনী ছাড়া নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে আসা নেতাকর্মীরা শহরের প্রবেশমুখে এসে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করছে। নেতাকর্মীদের অনেকের হাতে দলীয় প্রতীক ধানের শীষ শোভা পাচ্ছে। আবার দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি, মাফলার পরে এসেছে বহু নেতাকর্মী।

নোয়াখালীর চাটখিল থেকে আসা হাবিবুর রহমান বলেন, আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। সেই স্মৃতি জড়িয়ে এখন তারেক রহমানের সঙ্গে কাজ করব। কিছুটা কষ্ট হলেও দলীয় প্রধানকে দেখার এ সুযোগ হাতছাড়া করতে চাইনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...