আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাকি ৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

আমার দেশ অনলাইন

বাকি ৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। শুক্রবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। ৩২ আসন এখনও বাকি আছে। এই ৩২ আসনে কাদের সমর্থন দেব, সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে আমাদের ডিসাইট করব। আমাদের আদর্শ এবং লক্ষ্যের সাথে যাদের মিল হবে, তাদের ইনশাআল্লাহ আমরা সমর্থন দেব।

বিজ্ঞাপন

গাজী আতাউর রহমান বলেন, ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে পবিত্র ইবাদত মনে করেন দলের নেতাকর্মীরা। তাই আমাদের কোনো হতাশা নেই।

এর আগে বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে থাকবে কি না তা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই দিন মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের জরুরি বৈঠক হলেও তাতে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে শুক্রবারের সংবাদ সম্মেলনে দলটি তাদের অবস্থান স্পষ্ট করল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন