আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাংবাদিকদের হামিদুর রহমান আজাদ

ভোটারদের এনআইডি নম্বর-বিকাশ নম্বর সংগ্রহ করার অভিযোগ সঠিক নয়

স্টাফ রিপোর্টার

ভোটারদের এনআইডি নম্বর-বিকাশ নম্বর সংগ্রহ করার অভিযোগ সঠিক নয়
ফাইল ছবি

গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে জামায়াতে ইসলামী, এমন অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে আভিযোগটি উড়িয়ে দেন তিনি।

বিজ্ঞাপন

হামিদুর রহমান আজাদ বলেন, এগুলো ভুল তথ্য। বিষয়টি এমন যে, ঠাকুর ঘরে কেরে, আমি কলা খাই না। সিইসির সঙ্গে বৈঠকে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও ব্যারিস্টার নাজিব মোমেন উপস্থিত ছিলেন।

বিএনপির নেতারা বিভিন্ন সময় অভিযোগ করে আসছেন, যে জামায়াতের কর্মীরা ভোটারদের কাছ থেকে এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...