আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাহমুদা মিতুর মনোনয়ন প্রত্যাহার, জামায়াতকে সমর্থনের ঘোষণা

আমার দেশ অনলাইন

মাহমুদা মিতুর মনোনয়ন প্রত্যাহার, জামায়াতকে সমর্থনের ঘোষণা
মনোনয়নপত্র প্রত্যাহার করছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। ছবি: সংগৃহীত

ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। এ কারণে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি।

একই সঙ্গে ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিয়েছেন তিনি। এছাড়া জামায়াতের নির্বাচনি প্রচারে থাকার কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে ডা. মাহমুদা মিতু নিজেই এ কথা জানিয়েছেন।

ওই পোস্টে ডা. মাহমুদা লিখেছেন, আলহামদুলিল্লাহ দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করলাম। আমার জীবনের প্রথম ভোট ইনশাআল্লাহ দাঁড়িপাল্লায় হবে। কাঁঠালিয়া-রাজাপুর আসনে যারা আমাকে ভালোবাসেন আমার পাশে থাকতে চেয়েছেন তাদেরকে আমার ভাই ফয়জুল হক ভাইয়ের পাশে থাকার দাবি রইল। আমি ইনশাআল্লাহ গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লার প্রচারে ঝালকাঠি-১-এ থাকব।

জামায়াতের পক্ষে ভোট চেয়ে তিনি লিখেছেন, আপনারা যারা আমার সঙ্গে প্রচারে থাকতে চেয়েছিলেন আমাকে ভাত খাওয়াতে চেয়েছিলেন, সে সুযোগ এখনো আছে। আমি ইনশাআল্লাহ পুরো সময় মাঠে থাকব। ঝালকাঠি-১ আসনের গণমানুষের ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন