আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষক-শিক্ষার্থীদের আগমনে মুখর ইসলামি বইমেলা

স্টাফ রিপোর্টার

শিক্ষক-শিক্ষার্থীদের আগমনে মুখর ইসলামি বইমেলা

আন্তর্জাতিক ইসলামি বইমেলায় ভিন্ন আবহের সৃষ্টি হয়েছে। মদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও ইসলামি লেখকদের আগমনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে অনুষ্ঠিত মেলার প্রাঙ্গণে ঘুরে মাদরাসা শিক্ষার্থীদের ও শিক্ষকদের ভিড় দেখা গেছে। বিদেশি প্রকাশনাগুলোর স্টলের সামনে তারা বেশি ভিড় করছেন।

বিজ্ঞাপন

একইসঙ্গে মেলায় উপস্থিত রয়েছেন খ্যাতিমান কবি, সাহিত্যিক, লেখক ও প্রকাশকরাও৷ তাদের আগমনে পাঠক, প্রকাশক ও দর্শনার্থীদের মধ্যে দেখা দেয় এক অন্যরকম উচ্ছ্বাস।

মেলা কমিটির সদস্য রুহামা পাবলিকেশনের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম আমার দেশকে বলেন, পাঠক ও লেখকদের উপস্থিতিতে বই মেলা ধীরে ধীরে প্রকৃত প্রাণ ফিরে পাচ্ছে। এছাড়া লেখক ও আলেমদের নিয়মিত উপস্থিতি শুধু মেলার মর্যাদা বাড়ায় না, বরং পাঠক-দর্শনার্থীদের অনুপ্রাণিত করতেও বড় ভূমিকা রাখে। সামনে আরও জমে উঠবে সেই প্রত্যাশা।

দিন গড়ানোর সাথে সাথে দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে। বইপ্রেমীদের উপস্থিতি, প্রাণবন্ত পরিবেশ এবং আলেম-লেখকদের আগমনে আজকের বইমেলা রূপ বিয়েছে উৎসবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন